শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন

নতুন পোশাকে শিশুদের আনন্দে পাবনায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

দরিদ্র শিশুদের নতুন পোশাক বিতরণ ও মিষ্টিমুখ করে পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৭৭ জন শিশুকে রঙিন জামা উপহার দেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় শিশুদের আনন্দে উৎসব মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পরে শিশুদের মধ্যে মিষ্টি ও চকলেট বিতরণ করা হয়।

গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার হারানো এতিম। সারা বাংলাদেশকেই তিনি নিজের পরিবারে পরিণত করেছেন। তিনি শিশুদের ভালোবাসেন। তাঁর জন্মদিনের সবার মাঝে ছড়িয়ে দিতেই শিশুদের নিয়ে আনন্দ আয়োজন করেছেন তারা। পরে শিশুদের মিষ্টিমুখ করানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য আরিফুল ইসলাম মিঠু সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..