শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

নগদ টাকার তথ্যে টার্গেট, হাত-পা বেধে ডাকাতি গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

পাবনার সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি ১৫ লাখের মধ্যে ৬৯ হাজার টাকা, একটি মোবাইল, আসামিদের ব্যবহৃত আটটি মোবাইল, ডাকাতি কাজে ব্যবহৃত সেলাই রেঞ্জ ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পাবনার পুলিশ সুপার আব্দুল আহাদ।

গ্রেফতারকৃতরা হলেন, সাঁথিয়ার গোপণাথপুরের শাকিল হোসেন (২৩) ও একই উপজেলার আফতাবনগর ছেচনিয়ার আ. বাতেন (২৮) সহ আটজন। এছাড়া যাত্রাবাড়ি থানা পুলিশ এই ডাকাতির সাথে জড়িত নরসিংদী ও শরীয়তপুরের আরো তিনজনকে গ্রেফতার করেছে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাতদলের সদস্য। তারা কয়েকজন ঢাকায় অবস্থান করে। তবে বিভিন্ন জেলায় এদের নেটওয়ার্ক রয়েছে। এর মাধ্যমে কার বাসায় নগদ টাকা আছে সেটি নিশ্চিত হয়। এরপর সংঘবদ্ধভাবে ডাকাতি করে। এদের অনেকের নামেই একাধিক ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ সুপার আব্দুল আহাদ জানান, গত ১০ জুলাই রাত সাড়ে ৩টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার গোপীনাথপুরে আতিকুর রহমান জুয়েলের বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী জুয়েল ইউরো ফুটবল কাপের খেলা দেখে ঘুমানোর পর বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এরপর রশি দিয়ে জুয়েল ও তার স্ত্রীকে বেধে নগদ ১৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় জুয়েল বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করলে অনুসন্ধান শেষে পাবনা ও ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মুলহোটা শাকিল হোসেন (২৩) সহ আটজনকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..