শনিবার, ১৪ জুন ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুড়িকাঘাত, আহত ২

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

তাস খেলা নিয়ে পাবনার ঈশ্বরদীতে তৌহিদুল ইসলাম (৫৪) নামে এক ড্রাইভারকে ছুরিকাঘাতে আহত করেছে সহকর্মী অপর ড্রাইভার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ জুন) বিকেল ৫টায় শহরের আলহাজ্ব মোড়স্থ জেলা ট্রাক ড্রাইভার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে। আহত তৌহিদুল আলহাজ্ব মোড় এলাকার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, ট্রাক ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের ওই অফিসে বসে কয়েকজন ড্রাইভার তাস খেলছিলেন। হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শহরের খটখটি পাড়ার বাসিন্দা লিটন নামে এক ড্রাইভার তৌহিদুলের পেটে চাকু দিয়ে আঘাত করে। এতে তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ড্রাইভার লিটনকে ওই অফিসের অন্য শ্রমিকরা বেদম মারপিট করে আহতবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এবিষয়ে ট্রাক চালক কার্যালয়ের সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামাণিক বলেন, ভুল বোঝাবোঝির কারণে অনাকাংখিত ঘটনাটি ঘটেছে। দুজনেই শ্রমিকদলের কর্মী। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তারা ঈশ্বরদী ফিরলে পরবর্তীতে বিষয়টি মিমাংসা করে দেওয়া হবে।

এ বিষয়ে ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, সেখানে আমাদেও পুলিশের লোকজন গিয়েছিল। অভিযোগ পেলে অঅইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..