তিনদিনেও খোঁজ মেলেনি পাবনার ইউপি সদস্য রফিকুল ইসলাম ফিরোজের। তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজ (৪৫) পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
এ ঘটনার পর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের মামা আব্দুল লতিফ শেখ আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
সাধারণ ডায়রিতে আব্দুল লতিফ শেখ উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাড়ি থেকে বের হন ফিরোজ। দুপুর দেড়টার দিকে আতাইকুলা থানার পুস্পপাড়া বাজার থেকে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের বাবা আবুল হাসেম জানান, আমার ছেলে কি অবস্থায় আছে কোন খবর পাচ্ছি না। কেউ অপহরণ করেছে কি না তাও বুঝতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার ছেলেকে দ্রুত আমার কাছে ফিরিয়ে দিন।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোবাইল ডাটা সংগ্রহ করে দ্রুত তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।