শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

ট্রাক সিএনজি ট্রিলারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

পাবনার ঈশ্বরদীতে ট্রাক সিএনজি ও শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় সিএনজির ২ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই সিএনজির চালক ও যাত্রীসহ আরো ২ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরদী-লালপুর মহাসড়কের ঈশ^রদী সরকারী সাঁড়া মারোয়াড়ি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার।

নিহতরা হলো, নাটোরের লালপুর পুরাতন ঈশ্বরদীর জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও দক্ষিণ লালপুরের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহত দুজন হলো, সিএনজিচালিত অটোরিকশার চালক রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল (৩২) ও ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মন্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই স্কুলের সামনে একটি খড়ি বহনকারী শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলার, সিএনজি ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। অন্যদুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..