শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন

জেলা প্রশাসকের সাথে সুজানগরে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

উপজেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট’র সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই।

এ সময় আরো বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..