শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩০ অপরাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

জাতীয় শোক দিবসে জাতির পিতার ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার ত্রিমোহনী আশা অফিসের স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজনে, ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন, আশার রিজোনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম। ব্রাঞ্চ ম্যানেজার আমিনুর রহমানের সভাপতিত্বে ও হেলথ সেন্টার ইনচার্জ মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, আনান্দ টিভির প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানা। এছাড়াও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য সেবা গ্রহণকারী শিশু, নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..