শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে বিএনপির স্বপন, আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পাবনা বিএনপি। এর অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সৌজন্যে আহত ও নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সরকারি শহিদ বুলবুল কলেজ মাঠে এ সহায়তা তুলে দেন অতিথিরা।

সরকারি শহিদ বুলবুল কলেজের সাবেক জিএস মমতাজ উদ্দিন খান মমতাজের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন, সদস্য সেলিম সরদার, হারুণ অর রশিদ, সেলিম আহমেদ, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটসহ অনেকেই।

আন্দোলনে পাবনাসহ সারাদেশে নিহত শিক্ষার্থীদের শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তব্য দেন অতিথিরা। বক্তারা বলেন, এক স্বৈরশাসকের জালে দেশ জিম্মি ছিলো। শিক্ষার্থীরা তাদের প্রাণ উৎসর্গ করে দেশকে মুক্ত করেছে। তাদের ঋণ শোধ হবার নয়। বিএনপি ন্যায় প্রতিষ্ঠাকারীর সাথে থাকে। এরই অংশ হিসেবে পাবনায় আহত নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিএনপি সবসময় মুক্তিকামীদের সাথে থাকবে বলেও জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..