”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, কৃষক বাঁচলে বাঁচবে দেশ” এই শ্লোগানে পাবনার চাটমোহর খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় চাটমোহর উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহীন শরিফ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা তৈয়ব উল্লাহ খান, উপজেলা চাউল মিল মালিক সমিতির সভাপতি প্রফেসর আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল কুদ্দুস সরকার, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সমকাল পত্রিকার চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলন, কালের কণ্ঠের চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, আজকের পত্রিকার চাটমোহর প্রতিনিধি তুষার ভট্টাচার্য।
জানা গেছে, খাদ্য গুদামে অভ্যন্তরীন এই ধান-চাল সংগ্রহ অভিযানে কৃষি কার্ডধারী লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকের নিকট থেকে ২৭ টাকা কেজি দ্বরে ৭৪১ মে.টন ধান ও তালিকাভূক্ত লাইসেন্সধারী ৬৬জন মিল মালিকের নিকট থেকে ৫৩৯ মে.টন চাউল সংগ্রহ করা হবে। উদ্বোধনী দিনে কৃষি কার্ডধারী মথুরাপুর এলাকার কৃষক গোলাম মোস্তফার নিকট থেকে ধান সংগ্রহ করা হয়। এ অভিযান আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে বলে খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানান।
Leave a Reply