পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান। তারা নগদ টাকা, খাদ্য সামগ্রী সহ ঘর নির্মাণে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
আজ সকালে উপজেলার হোগলবাড়িয়া গ্রামে ক্ষতিগ্রস্থদের পাশে ছুটে যান উপজেলা চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল হামিদ মাস্টার। তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা, রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তাঁবু, কম্বল ও প্রতিটি পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন। সেইসাথে ক্ষতিগ্রস্থদের পানি সরবরাহের জন্য একটি সাবমারসিবল পাম্প স্থাপন করে দেয়ার ঘোষণা দেন।
এছাড়া কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আতিকুর রহমান আতিক তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন। অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম শুক্রবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন। তিনি এ সময় ঘর নির্মাণের জন্য প্রতিটি পরিবারকে ঢেউটিন এবং প্রতি বান্ডিল টিনের জন্য নগদ তিন হাজার টাকা প্রদানের আশ^াস দেন। একইদিন দূর্ঘটনাস্থল পরিদর্শণ করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা ক্ষতিগ্রস্থদের ৩০ হাজার টাকা প্রদান করেন।
গত বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে চাটমোহর উপজেলার হোগলবাড়িয়া গ্রামের ১৩টি পরিবারের অন্তত ৩৭টি ঘর সহ সবকিছু পুড়ে যায়।
Leave a Reply