পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রাসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রামানিক ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম-দুর্নীতি ও সদ্য নিয়োগ প্রাপ্ত কর্মচারি আতিকুর রহমানের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রাসা চত্ত্বরে এলাকাবাসীর উদ্যোগে ও অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপি নেতা মো. আবু হানিফ, হাবিবুর রহমান হাবীব, আব্দুল আলিম, রাসিদুল হাসান মানিক, আবু সালেক, রফিকুল ইসলাম ও নিজাম উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, হান্ডিয়াল পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রসার সভাপতি থাকাকালীন শাহ আলম প্রামানিক ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে করে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও মাদ্রাসায় নানা দূর্নীতি করে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করেছে।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রউফ’র মুঠফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।