তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সংশ্লিষ্ট কারিগরি প্রতিষ্ঠান গ্যালাক্সি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন গ্যালাক্সি কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিবার।
এ উপলক্ষ্যে এদিন সকালে দিবা উদযাপন বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন, বর্তমান ও নবীন শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানটি শিক্ষার্থী মিলনমেলায় রুপ নেয়। শুরুতেই নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর মনোরঞ্জনের লক্ষ্যে করা সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। কেউ পরিবেশন করেন গান, আবার কেউ-বা করেন নৃত্য বা নাচ।
এ রকম নানা আয়োজনে বর্ণিল আবহে নিজ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। এ সময় প্রতিষ্ঠানের নানা অর্জন তুলে ধরেন অনুষ্ঠানের পরিচালক ও শিক্ষকবৃন্দ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আতাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রথম আলোর জেলা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস, ভোরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বিটিটিআরএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোদাচ্ছের হোসেন সিরাজী ও সাধারণ সম্পাদক শওকত আলী সহ কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।