রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

পাবনায় ৮শত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, পাবনার সুজানগর ফকিরপুর শিকদারপাড়া এলাকার মৃত. টিটি প্রামাণিক’র ছেলে দুলাল প্রামাণিক (৩২) ও একই এলাকার আব্দুল মালেক প্রামাণিক’র ছেলে আবু দাউদ ইসলাম রিয়াজ (১৯)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার গোপন সংবাদে মাদক বিক্রির খবর পেয়ে ওসি, ডিবি মো. এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে সুজানগর ফকিরপুর শিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে দুলাল নামের এক ব্যক্তির কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা ও একই এলাকার রিয়াজের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সুজানগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..