আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্টে নিমফুল রিফাত সৃতি সংঘের জয় হয়েছে। বৃহস্পতিবারের খেলায় অংশগ্রহণ করেন রিফাত সৃতি সংঘ বনান আব্দুল্লাহ-গালিব সৃতি একাদশ ।
আগে ব্যাট করতে নেমে আব্দুল্লাহ-গালিব সৃতি একাদশ কলিংস এর ৪৩ ও এনামুলের অপরাজিত ৩৫ রানের সুবাদে ২০০ রানের টার্গেট দেয়। জবাবে রিফাত সৃতি সংঘ ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়।
রিফাত সৃতি সংঘের হয়ে রক্তিম ৬৩ অপরাজিত এবং নিশান ৩৮ রান করেন। পেলেয়ার অফ দ্যা ম্যাচ হন রক্তিম। পরবর্তী খেলা আগামী ৩০/০১/২০২২ তারিখে খেলা নিমফুল রিফাত সৃতি সংঘ বনান ত্রিরত্ন । সকাল ৯ টায় পাবনার শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে।
Leave a Reply