আব্দুল্লাহ-গালিব সৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর বুধবারের খেলায় অংশগ্রহণ করেন ত্রিরত্ন বনান পাবনা ঈগলস। পাবনা ইগলস জয়ী হয়।
আগে ব্যাট করতে নেমে ত্রিরত্ন এর রায়হান (বহিরাগত) ৪৪ ও রফিকের ৭৩ রানের সুবাদে ৪৪ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৩২ রানের টার্গেট দেয়। জবাবে পাবনা ঈগলস ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। পাবনা ঈগলসের হয়ে রিফাত বহিরাগত ৬৮ অপরাজিত এবং তৌহিদ তারিক খান ৯৩ অপরাজিত থাকেন। পেলেয়ার অফ দ্যা ম্যাচ হন তৌহিদ তারিক খান।
আগামীকাল বৃহস্পতিবার নিমফুল রিফাত সৃতি সংঘ বনান আব্দুল্লাহ-গালিব সৃতি একাদশ এর খেলা অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পাবনা।
Leave a Reply