মোঃ নাফিস সাদনান, বিশেষ রিপোর্টঃ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)’র ‘আইন ও বিচার বিভাগ’ ডীন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বাউয়েট আইন ও বিচার বিভাগের প্রভাষক মোছাঃ মোখলেছুন নাহার, মোতাসিম বিল্লাহ’সহ তিন সদস্য বিশিষ্ট টিম গত (২১ – ২৪ জানুয়ারি) ভারতের দিল্লি’তে অবস্থিত ও.পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ল’ কনফারেন্সে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক ল’ কনফারেন্সে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রফেসর’গন তাদের আইন বিষয়ক গবেষণার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
উল্লেখ্য, বাউয়েট আইন অনুষদের ডীন এবং আইন ও বিচার বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, তার প্রশাসনিক আইন বিষয়ক গবেষণার উপরে গুরুত্বপূর্ণ ও অত্যন্ত তথ্যবহুল একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। আরও বলেন আন্তর্জাতিক ল’ কনফারেন্স শেষ করে আমি ও আমার টিম দেশে
ফিরেছি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
Leave a Reply