শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

ক্যাম্পাস সবুজায়নে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

চলতি বর্ষা মৌসুমে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়।

ক্যাম্পাসকে সবুজায়ন করা পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে পালিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক মো: কামাল হোসেন, সহকারী অধ্যাপক ড. মো: ফরহাদ ইবনে আল ইমাম, প্রভাষক জনাব মোন্তাজ আলী, প্রভাষক মোস্তাফিজুর রহমান, ফোরম্যান আবুল কালাম আজাদ, প্রভাষক জাহিদ মাহমুদ, প্রভাষক মাহফুজা আক্তার এবং রেজিস্ট্রার আব্দুল মজিদ।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..