পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর বাজার গরু হাটা তথা জাল হাটা প্রকাশ্য অবৈধ কারেন্ট জালের রীতিমত হাট বসিয়ে বিক্রি করছে একটি চক্র। রবিবার ও বৃহস্পতিবার নিয়ম করে গিয়ে এই জাল বিক্রি করা হচ্ছে।
অভিযোগ পেয়ে দেখতে এসে ছবি তোলা হলে দম্ভ ভরে হাট কমিটির লোক বলে আপনারা যা পারেন করেন। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো মাসুদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এর আগেও এই জালের বিরুদ্ধে অভিযান করা হয়েছে এবং তথ্য দিলে তিনি আবারও ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এদিকে এই সকল জাল ব্যবহার করলে দেশী প্রজাতির মাছের ব্যাপক ক্ষতি হয় বলে জানিয়েছেন এলাকার সচেতন মানুষ।