রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের ৪র্থ চালান

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ৪র্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টা ১০ মিনিটে রাশিয়া থেকে পূর্ববর্তী তিনটি চালানের মতো বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো যাওয়ার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয় ছিল, এই জ্বালানি পরিবহনে নিরাপত্তার জন্য ভোর থেকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও কুষ্টিয়া মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হয়।

এর আগে, ইউরেনিয়ামের প্রথম চালান গত ২৯ সেপ্টেম্বর, দ্বিতীয় চালান ৬ অক্টোবর এবং তৃতীয় চালান ১৩ অক্টোবর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছায়। মোট সাতটি চালানের মধ্যে পর্যায়ক্রমে আরও তিনটি চালান দেশে আসবে। সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে প্রাথমিক পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে এক বছর ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদিত হবে বলেও জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..