প্রতিবারের ন্যায় এবারও কোলাদীর আন-নাসর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয়েছে “রমাদান কুইজ- ২০২৩”। কুইজ ইভেন্ট ও পুরস্কার বিতরণী সহ অলাভজনক এই সংগঠনটি পঞ্চাশ হাজার টাকা কর্জে হাসানা ফান্ড ঘোষণা করেছে, যেখান থেকে উপযুক্ত মানুষজনকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান করা হবে। কুইজের পুরস্কার হিসেবে ৩০ জনের অধিক প্রতিযোগীকে যুব উন্নয়নমূলক বই পুরস্কৃত করা হয়েছে।
গত ২৭ রমজান, বিজয়রামপুর সঃ প্রাঃ বিদ্যালয়ে কুইজের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি বাদশা, সাবেক সভাপতি সামসুজ্জামান খান, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম দোলন, ঢাকা মানারাত ইন্টাঃ কলেজের শিক্ষক মাহমুদুল হাসান ও ডক্টরসহ এলাকার বিজ্ঞ জনেরা উপস্থিত ছিলেন।
সুদের ভয়াবহতা ও প্রতিকারের উপায় সর্ম্পকে যুবসমাজকে অবহিত করতে তিনটি ভিন্ন রাউন্ডে কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার দুইটি অনলাইন ও একটি স্বশরীরে। কুইজের বিষয় ছিলো সুদের ভয়াবহতা ও ইসলামীক দৃষ্টিকোণ থেকে বাচাঁর উপায়। এই উদ্যোগের মাধ্যমে এলাকার প্রায় শতাধিক যুবক নির্দিষ্ট পাঠ্য থেকে প্রয়োজনীয় জ্ঞানলাভ করতে পেরেছে। যারা ছোট থেকেই সুদের ব্যাপারে সতর্ক হবে ও সমাজের বাকীদের সচেতন করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
“আন-নাসর কর্জে হাসানা ফান্ড” তাদের তাদের আরেকটি উদ্যোগ, যার মাধ্যমে এলাকার মানুষকে সুদের ভয়াবহ কবল থেকে বেঁচে থাকতে সহায়তা করবে। সুদী এনজিও ও প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার বদলে তারা আন-নাসর ফাউন্ডেশন থেকে কিছু শর্ত পূরণ করে, বিনা সুদে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।
আন-নাসর ফাউন্ডেশন একটি অলাভজনক সংগঠন, যারা সুন্নাহর আদর্শে সমাজের উন্নয়নমূলক কাজ করে। তাদের কাজের মধ্যে কর্জে হাসানা, ইয়ুথ ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইড, স্কিল ডেভেলপমেন্ট অন্যতম।
Leave a Reply