পাবনায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও সবজি বিতরণ করেছেন পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শহীদ এম মনসুর আলী কলেজ মাঠসহ আশেপাশের এলাকার মানুষের মাঝে এসব উপকরণ বিতরণ করেন তারা।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমনের সহযোগীতায় কম্বল ও সবজি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি কাজী আতিকুর রহমান তুষার, দপ্তর সম্পাদক মো: রাহাত হোসেন,ছাত্রনেতা শেখ তন্ময়, অর্ক খন্দকার, রুবায়েত সাদাত,লাবিব সহ নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দুঃস্থ, পীড়িত মানুষের পাশে থেকেছে। গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহে পাবনায় দরিদ্র মানুষ কষ্টে রয়েছে। তাদের পাশে দাঁড়াতে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর ছাত্রলীগ শীতবস্ত্র বিতরণ করছে। শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ জানান তারা।
Leave a Reply