পাবনায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাবনা সদরে ইমাম গাযযালী বালিকা উচ্চ বিদ্যালয় সহ নাটোরের গুরুদাসপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, দুবলিয়া কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন সূত্র জানায়, পাবনা ও নাটোর জেলার ৪৫টি কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১৪০৪ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতিটি শ্রেণীতে ট্যালেন্টপুলে ১৫ জন, এ গ্রেডে ২০ জন, বি গ্রেডে ১০ জন ও সি গ্রেডে স্কুল কোঠায় বৃত্তি প্রদান। এদের মধ্যে শীর্ষ পাঁচজনকে গোল্ড মেডেল প্রদান করা হবে।
পাবনা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক ফজলে মজিদ মুরাদ জানান, আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব স্বত্ত্বেও পাবনা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ১৯৯৫ সাল থেকে নিয়মিত বৃত্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এসোসিয়েশনভুক্ত শিক্ষার্থীতের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ নেয়া ও মেধার যথাযথ মূল্যায়ন করতেই আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করি। এক্ষেত্রে সম্পূর্ণ পক্ষপাতমুক্ত খাতা মূল্যায়ণ, সরকারি নীতিমালা অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ণ ও সকল কার্যক্রম পরিচালতা করে হচ্ছে।
পাবনার বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন, শিল্পোদ্যোক্তা সোহানি হোসেন গোল্ড মেডেল প্রদানে পৃষ্ঠপোষকতা করায় তাদের প্রতি এসোসিয়েশন কৃতজ্ঞতা জানায়।
পরীক্ষা কার্যক্রম তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক রওশন আক্তার মিন্টুসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
Leave a Reply