পাবনা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তকে গণসংবর্ধনা জানিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সীমান্তকে ক্লিন ইমেজের মেধাবী ছাত্র উল্লেখ করে তাকে সাধারণ সম্পাদক করায় সাধারণ মানুষের কাছে ছাত্রলীগের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, মন্তব্য করেন ছাত্রলীগ নেতা কর্মীরা।
শনিবার (১২ নভেম্বর) বিকেল ৩ টার দিকে তাকে শুভেচ্ছা জানাতে কাজিরহাট ফেরিঘাট এলাকায় শতাধিক মাইক্রোবাস ও মটরসাইকেল যোগে কয়েক হাজার নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা জড়ো হন। ছাত্রলীগ সাধারণ সম্পাদক সীমান্ত মানিকগঞ্জের আরিচা ঘাট পার হয়ে পাবনার কাজিরহাট ফেরিঘাটে পৌঁছালে তারা সীমান্তকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় ঘাটেই অনুষ্ঠিত একটি পথসভায় যোগদান শেষে বিশাল গাড়ি বহর নিয়ে পাবনার উদ্দেশ্যে রওনা হন। এরপর সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আরেকটি পথসভার আয়োজন করা হয়। এ সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজাহান মামুন সহ আওয়ামীলীগ, ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তব্যে নতুন এই কমিটিকে স্বীকৃতি জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক সীমান্ত বলেন, আল্লাহর অশেষ রহমতে পূর্বসূরী নেতাদের দোয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ আমাকে পাবনা জেলা ছাত্রলীগের নেতৃত্ব প্রদান করেছে। মুক্তিযুদ্ধের চেতনার মানুষের জন্য আওয়ামীলীগের নেতাদের নির্দেশনায় ছাত্র সমাজ পাবনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মাঠে থাকবে। এ সময় সীমান্ত রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply