হোক বিদায় ক্ষণস্থায়ী বা স্থায়ী বিদায় বিষয়টিই মূলত বেদনার বলেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বৃহস্পতিবার (১০ ননভেম্বর) দুপুরে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় লুব্ধক-১১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেয়া হয়।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিন্স বলেন, দীর্ঘ কলেজ জীবন শেষে এই কলেজ ছেড়ে তোমরা অন্যত্র যাচ্ছো। এই যাওয়াটা যেনো সমৃদ্ধির দিকে যাওয়া হয়। যেনো তোমাদের সম্মানে এই প্রতিষ্ঠানও সম্মানিত হতে পারে।
কলেজ অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ ছোলাইমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাক শামীম, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হান্নান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার নাজমুল সাকিব, ইঞ্জিনিয়ার ড. ফরহাদ আল ইবনে ইমাম, ইঞ্জিনিয়ার কামাল হোসেন ও লেকাচারার সেলিম রেজা।
এসময় উপস্থিত আছেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মামুন, ছাত্রনেতা আশরাফুল ইসলাম, ইজাজ আহমেদ,জাহিদ হাসান অর্ণব, খায়রুল কাজী ও বিদায়ী শিক্ষার্থী সহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
Leave a Reply