পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বিরুদ্ধে অসত্য বক্তব্য ও পদের অপব্যবহারের অভিযোগ তুলেছেন পাবনার বারের আইনজীবীদের একটি অংশ। সোমবার জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খানের নিকট এ দরখাস্ত দেন তারা।
লিখিত অভিযোগে আইনজীবীরা জানান, গত ১৬ জুলাই ২০২২ এ আইনজীবী সমিতির সভাপতি মাসুদ খন্দকার, তার নিজ উপজেলা ভাঙ্গুড়ায় একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ নেন যেখানে পুলিশ বাধা প্রদান করে। উক্ত বাধা প্রদানকে কেন্দ্র করে উনি মিডিয়ার সামনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন । এরপর দিন গত পনেরোই জুলাই ২০২২ এ, পাবনা পরের আইনজীবী এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এবং অস্ট্রেলিয়া আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রিজভীর শাওন সমিতির সম্পাদক বরাবর অভিযোগ দেন এবং আইন-শৃঙ্খলা কমিটির কাছে এই সভাপতিকে জবাবদিহিতার আওতায় আনার জন্য জোর দাবি জানান ।
দরখাস্তের পক্ষে অনেক আইনজীবী স্বাক্ষরিত ওই চিঠিতে তিনি উল্লেখ করেন এডভোকেট মাসুদ খান্দকার আইনজীবী সমিতির সভাপতির পদ অপব্যবহার করছেন । তিনি আরো উল্লেখ করেন পাবনার সাংসদ গোলাম ফারুক প্রিন্স এর নেতৃত্বে আইন অঙ্গনে বিগত দিনের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করছে। এত উন্নয়নের ভেতরে অবস্থান করে বারের সভাপতির এ ধরনের বক্তব্য পাবনা জেলায় অপরাজনীতির চেষ্টার সূত্রপাত বলে মনে করেন এডভোকেট শাওন আইন-শৃঙ্খলা কমিটিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উক্ত দরখাস্তে তাগিদ দেয়া হয়। দরখাস্তের পক্ষে স্বাক্ষর করেন অ্যাডভোকেট আলী আমজাদ কাদেরী সিফার, অ্যাডভোকেট জাফর আলতাফ, এপিপি অ্যাডভোকেট প্লাবন এবং অ্যাডভোকেট রাশেদ মৃধাসহ আরো অন্যান্য আইনজীবীরা ।
Leave a Reply