পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পদ্মা নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে । সরকারি নীতিমালা অবলম্বনে ইউনিয়নটির চর পূর্বপাড়া মৌজার বালুমহাল ইজারা দেওয়া হলেও বালু দস্যুরা ইজারাকৃত এলাকার বাইরেও ইউনিয়নটির বাহিরচর, ভাদুরিয়াডাঙ্গী, শুকচর ও কোলচরী সহ মোট পাঁচটি এলাকা থেকে বালু উত্তোলন করছে বলেও জানা যায়। এতে নদীভাঙন ও ফসলী জমি নষ্ট সহ একাধিক কারণে ঐ এলাকার প্রায় শতাধিক কৃষক নিঃস্ব হবার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এলাকাবাসী বুধবার (২২জুন) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন করে। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ তুলে বলেন, ইজারাকৃত এলাকার বাইরেও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। এতে আমরা খেটে খাওয়া কৃষকেরা নিঃস্ব হচ্ছি। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বালু দস্যু সন্ত্রাসী মহল রাতের অন্ধকারে অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখায়। আমরা এর প্রতিকার চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস সহ শতাধিক এলাকাবাসী। মানবন্ধন শেষে প্রতিকার চেয়ে এলাকাবাসী জেলা প্রশাক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপিও প্রদান করে।
Leave a Reply