শনিবার, ১৪ জুন ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

একদন্ত-দেবোত্তর অঞ্চলিক সড়কে দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত-দেবোত্তর অঞ্চলিক সড়কে ড্রাম ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ওই সড়কের ত্রীমহনী পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি বাচ্চা সহ স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে দেবোত্তরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা গেলেও শিশুটি বেচে আছে। স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। শিশুটির অবস্থাও গুরুতর বলে জানা গেছে, তবে নিহতদের তাৎক্ষনিক ভাবে নাম পরিচয় পাওয়া যায়নি। পাবনা শহরের পৈলানপুর এলাকার বাসিন্দা বলে উপস্থিত লোকজন বলেছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..