পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মুলাডুলির বাঘহাছলায় ঈশ^রদী-ঢালারচর রেললাইনে এ ঘটনা ঘটে।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল অনুমানিক সাড়ে নয়টার দিকে ঢালারচর- থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি রেললাইন অতিক্রমের সময় এক অজ্ঞাতনামা ব্যক্তি ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন ও ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার কর্মকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
Leave a Reply