রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিনসিটির পাশে ফুড ওয়েভ নামে একটি বৈচিত্র্যময় রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।শনিবার সন্ধ্যায় উপজেলার দিয়াড় সাহাপুর এলাকায় ফিতা কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক রেল কর্মকর্তা আমিনুজ্জামান বাবলু বিশ্বাস।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক শহীদ, তরিকুল ইসলাম বিপুল বিশ্বাস, এ্যাডভোটেক আফিয়া আক্তার বাণী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাসসহ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফুড ওয়েভ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আসিফ। তিনি বলেন, সময়ের সঙ্গে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। এ ছাড়া দিন দিন ফাস্ট ফুডের চাহিদা বাড়ছে। এসব বিষয় ভেবে দেশি-রাশিয়ানদের চাহিদা বিবেচনায় এখানে বৈচিত্রময় খাবার পাওয়া যাবে। সেই সঙ্গে এই রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য তৈরি হচ্ছে কি না কিংবা পরিবেশ স্বাস্থ্যকর কি না সেদিকে নজর রাখা হবে।
Leave a Reply