পাবনার ঈশ্বরদীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হাজী বাচ্চু মোল্লা (৫৫) মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার সকাল পৌনে ৬টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া রেলওয়ে লেবেল ক্রসিং গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত হাজী কুরান মোল্লার ছেলে। তার শ্বশুর বাড়ি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার ইউনিয়নের কারিগরপাড়া। নিহত বাচ্চুর স্ত্রীসহ ২ ছেলে ১ মেয়ে রয়েছে। পরিবারের লোকজন জানায়, আজ সকাল ৬টার দিকে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে দাশুড়িয়া ট্রাফিক মোড়ের দিকে যাচ্ছিলেন বাচ্চু মোল্লা। তিনি রেলগেটের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মোল্লা মারা যান।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply