ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়ে বালুবোঝায় ট্রাক্টর চাপায় ঈমন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ইমন পাকশী ইউনিয়নের নতুন রুপপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, শনিবার (১মে) বেলা ১২ টায় লক্ষীকুন্ডা চর থেকে বালু বোঝায় একটি ট্রাক্টর এমপি মোড় সংলগ্ন স্থানে আসলে পেছন থেকে একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় এ দূর্ঘটনা ঘটে।
এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর ঈমনের মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। এসময়ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটিকে আটক করা করা হয়।
Leave a Reply