পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবারসহ দুইজনকে আটক করেছে র্যাব সদস্যরা। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন, ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের মৃত দরফান আলী সরদারের ছেলে ওবাইদুর রহমান (৩৬) ও জগন্নাথপুর গ্রামের মৃত শাহাদত বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৩৩)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করে র্যাব সদস্যরা।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের ও আটক দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
Leave a Reply