পতাকা ওড়ানো ও ব্যান্ড পার্টি বাজিয়ে ব্যাপক উচ্চ্বাসের সাথে পাবনার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়েছে। এর আগে ঈশ্বরদী বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল এক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস , উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসহাক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক সজীব মালিথা সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
Leave a Reply