বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাউয়েট এ, “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার চরতারাপুরে বালু মহলে পুলিশের ওপর চেয়ারম্যানের লোকজনের হামলা, সরঞ্জাম জব্দ ভোগান্তি লাঘবে দাপুনিয়া বাজার অগ্রণী এজেন্ট ব্যাংক দারুণ সহায়ক বাউয়েটে ডিবেটিং সোসাইটির এক্সিকিউটিভ কমিটি ঘোষণা পিএইচডি ডিগ্রি অর্জন করলেন প্রক্টর মো. কামাল হোসেন পাবনা হাসপাতালে দালালের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগে কর্মবিরতি বাউয়েট আইন অনুষদের তিন সদস্য বিশিষ্ট টিমের দিল্লি ল’ কনফারেন্সে অংশগ্রহন। মুক্তিতে বাধা নেই সাবেক এমপি সেলিম রেজা হাবিবের দুলাই আশ্রয়ণ প্রকল্পের বাসীন্দাদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

দাশুড়িয়ায় দূর্ঘটনায় মোটরসাইকেল চালক ও ট্রাকের হেলপার নিহত

পাবনামেইল টোয়েন্টিফোর ডেস্ক
  • প্রকাশিত বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
Pabnamail24

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেলচালক ও একজন ট্রাকের সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে নয়টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের চাঁদআলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম মেহেদি হাসান (২০)। তিনি ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে চর-মিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে। তবে নিহত ট্রাক হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ওই ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহত দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মশিউর রহমান জানান, ঘটনার পরে স্থানীয়রা ২ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মূলত দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, তরমুজ বোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেল ছিঁটকে পরে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মেহেদীর মৃত্যু হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটির হেলপার নিহত হয়। আহত হন ট্রাকে থাকা আরও দুইজন ।
মোটরসাইকেল চালকের মরদেহ ও ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

শেয়ার করুন

বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!