পাবনার ঈশ্বরদীতে বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা-১৪২৮ অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে ঈশ্বরদীর ফতেমোহাম্মাদপুর লোকোসেড এলাকার একটি পার্টি সেন্টারে এই হালখাতার আয়োজন করা হয়।
বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ড্রিস্টিবিউটর মেসার্স আজিজ এন্টারপ্রাইজ’র উদ্যোগে এ হালখাতা অনুষ্টিত হয়। মেসার্স আজিজ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের রাজশাহী ডিভিশনের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের পাবনা এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রউফ। অন্যান্যদের মধ্যে টেকনিক্যাল সাপোট ইঞ্জিনিয়ার মোঃ শহিদ হাসান, ঈশ^রদী টেরিটরির সেলস এক্সিকিউটিভ মোঃ রায়হানুল হকসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
হালখাতা অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলার শতাধিক রিটেইলার, প্রকৌশলী এবং ঠিকাদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রিটেইলারদের মাঝে বসুন্ধরা সিমেন্টের পক্ষ হতে পুরুষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply