পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার (১১ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- রাস্তার পাশের লিচু বিক্রেতা উপজেলার মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিসুর রহমান, নাটোর সদর উপজেলার সাবেক বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন ও ৮ বছরের মেয়ে পূর্ণতা। দুর্ঘটনায় মফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুশফিকুর রহমান জানান, সকার ৮ টার দিকে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। এ সময় স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়ায় শ্বশুর বাড়ি ঈদ শেষে স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ বাড়ি নাটোর যাচ্ছিলেন মফিজুল। কুষ্টিয়া-নাটোর মহাসড়কের পাবনার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কেনার জন্য দরদাম করছিলেন মফিজুল ইসলাম। এ সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান ৪ জনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। স্থানীয়রা এসে আহত মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ব্যাক্তিকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ততক্ষণে লিচু বিক্রেতা আনিসুর রহমান, মোটরসাইকেল আরোহীর স্ত্রী সুবর্ণা খাতুন ও মেয়ে পূর্ণতা মারা যায়। আহত মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম ববর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কল্লোল জানান, আমরা ঘটনাস্থলে এসেই দেখি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে নেয়া হয়েছে, পরে পরিবাওে কোন আপত্তি না থাকায় পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে।