শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

ঈশ্বরদীতে বিএনপি নেতার উপর হামলা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

পাবনার ঈশ্বরদীর পাকশীতে এক বিএনপি নেতার উপর অর্তর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে পাকশীর রুপপুর বিবিসি বাজারের পাশের এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত আরিফুল ইসলাম আরিফ (৩৫) ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাকশী নতুন রুপপুরের বিএনপি নেতা আশরাফ আলীর ছেলে।

আহতের পিতা আশরাফ আলী অভিযোগ করে বলেন, মোটরসাইকেল নিয়ে আসার পথে রুপপুর বিবিসি বাজার এর কাছে গতিরোধ করে মারধোর করে কতিপয় দূর্বৃত্তরা। তবে কি কারণে তারা তাকে মারধোর করেছে সেটা তিনি বলতে পারেননি। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেবেন বলে জানান তিনি।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, হামলা খবর পেয়েছি, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..