পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের (আপ-৭৯৩) ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যূতির তিন ঘন্টা পর ঢাকার সাথে উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ^রদী বাইপাস ষ্টেশনের স্টেশন মাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
ঈশ্বরদী বাইপাস স্টেশনে দায়িত্বরত সিগন্যাল মেনটেন্সম্যান (এমএস) খাজা মঈনুদ্দিন জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের ৬টি চাকা ও প্রথম বগির ২টি চাকা লাইনচ্যূত হয়। ভোর ৬টার দিকে ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি পৌনে আটটার দিকে পঞ্চগড় অভিমুখে যাত্রা শুরু করে।
এ বিষয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন স্টেশন মাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করে ক্লিয়ারেন্স দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে স্টেশন মাস্টারের গাফিলতি থাকতে পাওে, এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।