রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

ঈশ্বরদীতে অজ্ঞাত ব্যক্তির মৃৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে ঈশ্বরদী বাইপাশ স্টেশনে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদী বাইপাস স্টেশনে অটোবাইক নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন অটোচালক আলমগীর। ওই সময় তিনি দেখতে পান অজ্ঞাত অসুস্থ এক ব্যক্তিকে কয়েকজন মিলে মাথায় পানি দিচ্ছেন। পরে বাইপাস এলাকার ইউপি সদস্য শাহ আলম এবং স্থানীয় লোকজন আমার অটোতে অসুস্থ ব্যক্তিতে তুলে দিয়ে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মালিহা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ মরদেহর পরিচয় জানার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..