শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন

ইলিশ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে সহায়তা, জেলেদের চাউল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

মা ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে সহায়তা হিসেবে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে ১০৪ জন জেলের মাঝে এ চাউল বিতরণ করা হয়। নদী এলাকায় জেলেদের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান।


এ সময় একাধিক ইউপি সদস্য ও গগণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় এ সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জেলেরা।

চাউল বিতরণ শেষে চেয়ারম্যান নদীপাড়ের বাসিন্দাদের খোঁজ খবর নেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..