পাবনার আটঘরিয়ার একদন্ত এলাকায় গুলি করে আবু মুছা (৪০) নামের একজনকে হত্যা করেছে দূর্বত্তরা। স্থানীয়দের দাবী নিহত মুছা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের সদস্য ছিল। কয়েক বছর আগে সে পুলিশের কাছে আত্মসর্মপন করেন। সে একদন্তে ইউনিয়নের চাঁচকিয়া দিয়ারপাড়ার ওলিউল্লাহর ছেলে।
একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল জানান, বুধবার বিকেলে একদন্ত ওলির মোড়ে একটি চা ষ্টোলের পেছনে ক্যারাম খেলছিল মুছা। এসময় কয়েকজন দূর্বত্ত এসে তাকে অতর্কিতে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ধারনা করা হচ্ছে চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীন বিরোধের জেরধরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply