বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাউয়েট এ, “সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে কিশোরের বস্তাবন্দী মরদেহ উদ্ধার চরতারাপুরে বালু মহলে পুলিশের ওপর চেয়ারম্যানের লোকজনের হামলা, সরঞ্জাম জব্দ ভোগান্তি লাঘবে দাপুনিয়া বাজার অগ্রণী এজেন্ট ব্যাংক দারুণ সহায়ক বাউয়েটে ডিবেটিং সোসাইটির এক্সিকিউটিভ কমিটি ঘোষণা পিএইচডি ডিগ্রি অর্জন করলেন প্রক্টর মো. কামাল হোসেন পাবনা হাসপাতালে দালালের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগে কর্মবিরতি বাউয়েট আইন অনুষদের তিন সদস্য বিশিষ্ট টিমের দিল্লি ল’ কনফারেন্সে অংশগ্রহন। মুক্তিতে বাধা নেই সাবেক এমপি সেলিম রেজা হাবিবের দুলাই আশ্রয়ণ প্রকল্পের বাসীন্দাদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

চাঁদভা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া তালিকায় ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম
  • প্রকাশিত শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
Pabnamail24

পাবনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদ্ররিদ্র ব্যাক্তিদের ভিজিএফ খাদ্য সহায়তার তালিকা প্রণয়ণ,বিতরণে অনিয়ম ও ভুয়া তালিকায় চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নে ভিজিএফের সুবিধাভোগীদের মধ্যে স্বচ্ছল ব্যাক্তি, পাকা বাড়ি ও দশ বিঘা জমির মালিকও রয়েছেন। তালিকায় একই ব্যাক্তির নাম একাধিকবার উল্লেখ করে বরাদ্দকৃত চাল আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদ্ররিদ্র ব্যাক্তিদের ভিজিএফ খাদ্য সহায়তার জন্য আটঘরিয়া উপজেলায় মোট ৯৪৭০টি কার্ড বরাদ্দ দেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর । এর মধ্যে চাদভা ইউনিয়নের জন্য বরাদ্দ ১৭১০ টি কার্ডের বিপরীতে ১৭.১০০ মেট্রিকটন চাল বরাদ্দ ছিল।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী ভিজিএফ কার্ড প্রাপ্তির ক্ষেত্রে দ্বৈততা পরিহার করা, ভিটেবাড়ি বিহীনসহ ১২টি শর্তাদির চারটি পূরণ হলে এই তালিকাভুক্ত হওয়ার কথা। কিন্তু তা না করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগসাশসে অস্বচ্ছল দিন মজুর ও ভিক্ষুকদের বাদ স্বচ্ছল ব্যক্তিদের নামে ভুয়া তালিকায় চেয়ারম্যান চাল আত্মসাৎ করেছেন অভিযোগ ভুক্তভোগীদের।

চাঁদভা ইউনিয়নের রিক্সাচালক নওসাদ আলী বলেন, আমি দিন আনি দিন খাই, অথচ বার বার চেষ্টা করেও কার্ড পাইনি। চেয়ারম্যান ভূয়া নাম দিয়ে চাল তুলে নিচ্ছে, দ্যাশে দেহার কেউ নেই।

চাঁদভা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বলেন, চেয়ারম্যান তার খেয়াল খুশিমতো নাম দিয়ে চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তদন্ত করলেই সঠিক তথ্য বেড়িয়ে আসবে। সরকার যে উদ্দেশ্যে এই ভিজিএফ কার্ডের মাধ্যমে দুস্থদের সহায়তা করছেন, এই ইউনিয়নে সরকারের মহৎ উদ্দেশ্য ধুলিসাৎ করছেন এই চেয়ারম্যান।

২০২২ সালের ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদভা ইউনিয়ন পরিষদের দু:স্থ ও অতিদ্ররিদ্র ব্যাক্তিদের ভিজিএফ ভাতাভোগীদের নামের তালিকাটি পর্যালোচনা করে দেখা গেছে, প্রথম দুই পাতায় ৫২ জনের নামের তালিকা করা হয়েছে। সেখানে ২৮ জন পুরুষ ও ২৪ জন নারীর নাম রয়েছে। অথচ দূর্যোগে ব্যবস্থাপনা শাখার নীতিমালায় উল্লেখ রয়েছে ৭০ ভাগ নারীকে অগ্রাধিকার দিতে হবে। ওই তালিকার প্রথম পাতায় ০১৭১৬৩২৯৮৪৬ মুঠোফোনের নম্বরটি দশ জনের নামের পাশে দেয়া আছে। আবার ৩৩১১২৩৭৭৫৮ এই এনআইডি নাম্বারটি দ্বৈতভাবে দেয়া আছে। এরকম একাধিক এনআইডি নং বার বার ব্যবহার করে অন্যের নামের পাশে দিয়ে তালিকাটি প্রস্তুত করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, চেয়ারম্যানের সাথে যোগসাজশে চাল আত্মসাতের বিষয়টি সঠিক নয়, তালিকায় কাদের নাম আছে সেটাও দেখার দায়দায়িত্ব আমার না। সেখানে ট্যাগ অফিসাররা আছেন তারা উপস্থিত থেকে বিতরণ করছেন । বিষয়টির নিউজ না করে তিনি সরাসরি দেখা করে কথা বলার জন্য অনুরোধ জানান তৌহিদুল ইসলাম।

চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম কামাল বলেন, দ্রæততার সাথে তালিকাটি করা হয়েছে, তাই ভুলত্রæটি হতেই পারে। আর কাজ করতে গেলে ভুল হবেই। তিনি আরো বলেন, কাজ করতে গেলে ভুল হবেই। বঙ্গবন্ধু কাজ করেছেন, ভুলও করেছেন। শেখ হাসিনা কাজ করছেন আবার ভুলও করছেন।

এ বিষয়ে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, এ রকম একটি অভিযোগে শুনেছি, তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেছি।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু বলেন, চাঁদভা ইউনিয়নে দু:স্থ ও অতিদ্ররিদ্র ব্যাক্তিদের ভিজিএফ খাদ্য সহায়তার তালিকা প্রণয়ন অনিয়মের অভিযোগ পেয়েছি। তালিকা প্রস্তুতের কাজ করে থাকেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একই ব্যাক্তির নাম বার বার উল্লেখ করা, স্বচ্ছল ব্যাক্তির নামে কার্ড ইস্যূ হলে তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো বলেও জানান তিনি।

শেয়ার করুন

বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!