সুজানগর পৌর এলাকার কুটিপাড়া মোড়ে নাসিম বাহনীর সন্ত্রাসী হামলায় ৫ আহত ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার নয়টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বোমা বিষ্ফোরণের শব্দও পেয়েছেন স্থানীয়রা। আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুজানগর থানার ভারপ্রপ্তি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে কুটিপাড়ায় হালকা একটি ঘটনা ঘটেছে। কয়েকজনের দূর্বৃত্ত্ব এসে কুটিপড়া মোড়ের দোকানদারকে মারপিট করেছেন , তবে তেমন কিছু নয়। তবে কারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদেও খুজে বের করার চেষ্টা চলছে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে সন্ত্রাসীরা পালিয়ে গেছেন বলেও দাবী করেন ওসি।
স্থানীয়রা জানান, নাসিম নামের এক সন্ত্রাসী তার দলবল নিয়ে এসে অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে কুটিপাড়া বাজারে ত্রাস সৃষ্টি করেন। এ সময় কয়েকজনকে মারপিট করে এবং কয়েকটি বোমা বিষ্ফোরণেরও ঘটনা ঘটান। এ সময় সন্ত্রাসীদের মারপিটে স্থানীয় বিপুল ও বিপুলের চাচা আহত হলে তাদের স্থাণীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সন্ত্রাসীরা কয়েকটি দোকানও ভাংচুর করেন বলেও স্থানীয়দের অভিযোগ।
এ সংবাদ লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।
স্থানীয়রা আরো জানান, এই নাসিম বাহনীর লোকজন এলাকায় আধিপত্য বিস্তার করতে মাঝে মধ্যেই এসে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে ধরে নিয়ে নির্মম নির্যাতন চালায়। তার বিরুদ্ধে কোন কথাই বলা যায় না বলেই তারা জানান। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলেও জানান তারা।
Leave a Reply