“হোক সচেতনতার বিস্তার,চাই এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিস্তার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতার উপর বক্তব্য দেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ দিল আফরোজ, ডাঃ তাহকিয়া নুর, নাজমুল হোসেন হুদা, ফৌজিয়া আক্তার, সায়মা তানভীর, লক্ষন কুমার সরকার, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, আবুল হাশেম, ইসলাম ও সাংবাদিক তৌফিক হাসান প্রমুখ।
Leave a Reply