পাবনার সুজানগরে জমি জমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের বাড়ি ও গোডাউনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার দুলাইয়ের বদনপুরে হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা গোডাউনের মালামাল ও প্রায় দশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। হামলা চলাকালে তারা জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে, ঘটনায় জড়িত ৩ জনকে আটক করে সুজানগর থানা পুলিশ।
ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, প্রায় ৩০/৩৫ বছর আগে বদনপুর গ্রামে রমজান আলী মীর ও মাজেদ আলী মীরের মালিকানাধীন সম্পত্তি কেনেন তিনি। সম্প্রতি, তারা জাল দলিল তৈরি করে। এরপর থেকে, রমজান-মাজেদ বাহিনী ভুয়া দলিলে নিয়মিত জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার ভোর রাতে, রমজান ও মাজেদের নির্দেশে ২০/২৫ জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে গোডাউন ভাঙচুর করে, মালামাল লুট করে। এ সময় হত্যার হুমকি দিয়ে তারা প্রায় ৮-১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
হাবিবুর রহমানের ছেলে সোহান খান জানান, ভোর রাতে এসে হামলা চালিয়ে আমাদের হত্যার হুমকি দিয়ে গোডাউনের সমস্ত মালামাল ও বাড়ি ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ লুট করে। এসময় তারা হত্যার হুমকিও দেয়। প্রাণভয়ে আমরা ৯৯৯ এ ফোন করে সহায়তা চাইলে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেকোনো সময় তারা আবারও হামলা করতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে নিরাপত্তা ও এর সুষ্ঠু বিচার চাই।
ঘটনার প্রত্যক্ষ্যদর্শী রুবেল জানান, ভোর রাতে বিকট আওয়াজ শোনা যাচ্ছিলো। গিয়ে দেখি রমজান ও মাজেদের লোকেরা গোডাউন ভাঙচুর করে জমির মালিক দাবী করে একটা সাইনবোর্ড লাগিয়ে গেছে।
এ বিষয়ে কথা বলতে, রমজান ও মাজেদের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে সুজানগর সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, বিষয়টি আমাদের নজরে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। ভুক্তভোগী এখনও লিখিত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply