বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটাসহ নানা আনন্দ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন পালন করেছে পাবনার সুজানগর উপজেলা আওয়ামীলীগ। বুধবার সকালে সুজানগর এন এ কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে সুজানগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলিত হয়। সুসজ্জিত মহিষের গাড়ী, ঘোড়ার গাড়ী নিয়ে ঢাক ঢোলের বাজনার তালে শোভাযাত্রায় অংশ নেন দলীয় নেতাকর্মীরা।
পরে, আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রূপকার। প্রধানমন্ত্রীর পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নিরবে কাজ করে যাচ্ছেন তিনি। তথ্য প্রযুক্তিকে তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তিনি বাংলাদেশকে বিশে^র বুকে রোল মডেলে পরিণত করেছেন।
পরে, আলোচনা সভা শেষে ৫২ পাউন্ড ওজনের কেক কাটেন দলীয় নেতাকর্মীরা।
Leave a Reply