পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে ১৯৭১ সালে ১২ মে পাকহানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডে যে সকল ব্যক্তি শহীদ হয়েছিলেন। সেই সকল শহীদদের সমাধিস্থল শনাক্ত করার কাজ করছেন স্মরণে ৭১ প্রজন্ম পাবনা একটি সংগঠন।
এর ধারাবাহিকতায় আজ সোমবার পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর ও ভাটপাড়া এলাকার স্থানীয়দের সহায়তায় ১৩ জন শহীদের সমাধি সনাক্ত করে নাম ফলক স্থাপন করেন সংগঠনটি।
স্মরণে ৭১ প্রজন্ম পাবনার সমন্বয়ক তোফাজ্জল হোসেন মামুন জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডে তারা শহীদ হয়েছেন। তাদের অনেকেরই সমাধির স্মৃতি চিহ্ন নেই। তাই আমরা এই সংগঠনের মাধ্যমে এই সকল শহীদদের সমাধিস্থল গুলো চিহ্নিত করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।
এসময় উপস্থিত ছিলেন স্মরণে ৭১ প্রজন্ম পাবনা প্রধান সমন্বয়ক জাহিদ হোসেন বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ সুমন সহ স্থানীয় শহীদ পরিবারের সদস্যরা।
Leave a Reply