পাবনার সাঁথিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যরা শপথ বাক্য পাঠ করেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা টেনিস মাঠে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হক, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, সহকারী রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন, সঞ্জিব কুমার গোস্বামী, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা,সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন, সাধারণ সম্পাদক এমএ হাই প্রমূখ।
প্রসঙ্গতঃ ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে সাঁথিয়া উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৩ ডিসেম্বর নির্বাচিতদের গেজেট আকারে প্রকাশ করেন নির্বাচন কমিশন।
Leave a Reply