তৃতীয় ধাপে পাবনার সাঁথিয়ায় ইউপি নির্বাচনে ৯ ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা প্রতিকের প্রার্থী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ভাবে নির্বাচিত চেয়াম্যানগণ হচ্ছেন, আর.আতাইকুলায় মিরাজুল ইসলাম নৌকা প্রতীক তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র (বিদ্রোহী) আনারস প্রতীকের প্রাথী আরশেদ আলী ভান্ডারী, নন্দনপুর ইউনিয়নে নৌকার প্রাথী রবিউল ইসলাম লিটন নির্বাচিত হয়েছেন তার নিকটতম স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী ফজলুল হক লিপলু, ভুলবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের এনামূল কবির মাসুদ নির্বাচিত হয়েছেন তার নিকটতম নৌকার প্রার্থী আবু ইউনুস, ধোপদহ ইউনিয়নে নৌকার প্রার্থী সাইদুজ্জামান বাবুল নির্বাচিত হয়েছেন তার নিকটতম স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী মেহেদী হাসান, নাগডেমড়ায় স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন তার নিকটতম নৌকারদ্ব হারুন অর রশিদ. গৌরিগ্রামে নৌকার প্রার্থী আঃ ওহাব মাষ্টার নির্বাচিত হয়েছেন তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম জিকো ঘোড়া, ক্ষেতুপাড়ায় নৌকার প্রার্থী মুনসুর আলম পিনচু নির্বাচিত হয়েছেন তার নিকটতম স্বতন্ত্র (বিদ্রোহী) ঘোড়া প্রতীকের প্রার্থী আঃ গফুর, কাশিনাথপুরে নৌকা নিয়ে মীর মুঞ্জুর এলাহী নির্বাচিত হয়েছেন তার নিকটতম স্বতন্ত্র (বিদ্রোহী) হোন্ডা প্রতীকের প্রার্থী আতাউর রহমান শামীম।
ধুলাউড়ি ইউপি’র জরিফ আহম্মেদ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
Leave a Reply