পাবনার সাঁথিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে দিলবার শেখ নামে ৬৫ বছরের এক বয়জ্যেষ্ঠর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রামে। অভিযুক্ত দিলবার শেখ (৬৫)ওই গ্রামের বাসিন্দা। ভিকটিম শিশুটির বাড়ি পাশ^বর্তী বেড়া উপজেলায়। সে বড়গ্রামে নানার বাড়ি থেকে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। এ ঘটনায় পুলিশ ধর্ষণ চেষ্টাকারীকে আটক করেছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ৫সেপ্টেম্বর শিশুটি পাশ^বর্তী বিলে গোসল করতে গেলে অভিযুক্ত দেলবার শেখ শিশুটিকে সাঁতার শেখানোর অছিলায় নানা কথা বলে ধীরে ধীরে ধানের ক্ষেতে নিয়ে যায়। শিশুটি কিছু বুঝে ওঠার আগেই দেলবর শেখ তার পরনের পাজামা খুলে ধর্ষণের চেষ্টা করে। এ অবস্থায় শিশুটি চিৎকার দিয়ে ছুটে পালিয়ে বাড়ি এসে নানার কাছে ঘটনার বর্ণনা দেয়। শিশুটির নানা গ্রাম্য মাতব্বরদের কাছে অভিযোগ দিলে বিচারের আশ^াস দিয়ে টালবাহানা করে।
অবশেষে শিশুটির নানা ৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সাঁথিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ ৮সেপ্টেম্বর বুধবার সকালে অভিযুক্ত দেলবার শেখকে আটকরে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আশিফ মোহাঃ সিদ্দিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামী দেলবার শেখকে গ্রেফতার করে বুধবার পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply